পাঞ্জাবের বন্যার্তদের পাশে ভারতীয় আলেমসমাজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশটির আলেমসমাজ। জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি নেতৃত্বে ভারতীয় আলেমরা অন্তত ৩০ ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে পৌঁছেছেন। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ত্রাণ নিয়ে রওনা হওয়া এই টিম বুধবার পাঞ্জাবের সুলতানপুর লোদি, কান্দুরবালা, আনজালা, গুরুদাসপুর, ফিরোজপুর, লুধিয়ানাসহ অন্যান্য দুর্গত এলাকায় পৌঁছেছে। হরিয়ানার জমিয়ত প্রধান মাওলানা ইয়াহিয়া করিমিও টিমের নেতৃত্বে ছিলেন।
মাওলানা মাদানি গন্তব্যস্থলে পৌঁছে সাংবাদিকদের বলেন, আল্লাহকে সন্তুষ্ট করতে মানবসেবার কার্যক্রমে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, মানবতার সেবার শিক্ষা নবী মোহাম্মদ (সা:) থেকে অর্জিত এবং শিখ সম্প্রদায়ও বিভিন্ন সময়ে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে। তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব আল্লাহর পরিবারের মতো এবং বিপদে পড়া মানুষকে সহায়তা করা সবার দায়িত্ব।’
স্থানীয় শিখ নেতারা জমিয়তের এই উদ্যোগের প্রশংসা করেছেন। পাঞ্জাবের কয়েকজন মন্ত্রীও ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন এবং মানবতার সেবায় এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তায় অংশগ্রহণ করছেন। রাজ্যের বহু মসজিদ ও মাদরাসা বন্যার্ত পরিবারদের আশ্রয় হিসেবে খোলা হয়েছে।
এই ত্রাণ কার্যক্রমে খাদ্য, পানি, ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা ত্রাণ কার্যক্রমে সহায়তা প্রদান করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সহায়ক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।