কলকাতায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ৭ জনের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতভর টানা বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে অন্তত তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। প্রাণহানির ঘটনাগুলো মূলত বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকায় ঘটেছে, যা শহরের মধ্য ও দক্ষিণ অংশে অবস্থিত।
অবিরাম বৃষ্টিতে সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শহরতলিতে রেল ও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। শহরের নিম্নাঞ্চলের বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, যার ফলে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয়দের দুর্ভোগ কমাতে কলকাতা পৌর কর্পোরেশন জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেছে।
পৌর কর্পোরেশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ কলকাতার গড়িয়া কামদাহারীতে মাত্র কয়েক ঘণ্টায় ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপই এ অস্বাভাবিক বৃষ্টির কারণ এবং আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে। তবে বৃষ্টি ও জলাবদ্ধতা আয়োজকদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও টানা বৃষ্টিতে এসব আয়োজন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া জলাবদ্ধ সড়কের কারণে বিমানবন্দরগামী যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো কর্তৃপক্ষ ইতোমধ্যেই সতর্কতা জারি করে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।