বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির এনওসি পেয়েছেন রিশাদ হোসেন

বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির এনওসি পেয়েছেন রিশাদ হোসেন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। এবারের মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে নামার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তিনি পূর্ণাঙ্গ অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ফলে পুরো মৌসুমেই হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।

বিগ ব্যাশে বাংলাদেশিদের অংশগ্রহণের ইতিহাস খুব সীমিত। এর আগে একমাত্র সাকিব আল হাসান এই প্রতিযোগিতায় খেলেছিলেন। এরপর রিশাদকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়। তবে গত আসরে হোবার্ট হারিকেন্স তাকে দলে ভিড়ালেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় মাঠে নামা হয়নি তার। উল্লেখ্য, রিশাদকে ছাড়াই গত মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জেতে হোবার্ট হারিকেন্স।

চলতি মৌসুমেও দলটির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভুমিকায় রাখা হয়েছে এই তরুণ লেগ স্পিনারকে। অধিনায়ক নাথান এলিস প্রকাশ্যে জানিয়েছেন, দলের মধ্য ওভারে আক্রমণাত্মক উইকেট নেওয়ার কৌশল শক্তিশালী করতে রিশাদ ও ইংল্যান্ডের রেহান আহমেদকে স্কোয়াডে ভিড়িয়েছেন তারা। এলিস বলেন, “আমরা গত বছরও রিশাদকে নিতে চেয়েছিলাম। এবারে সুযোগ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সে ইতিমধ্যে সম্ভাবনাময় লেগ স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করেছে।”

এই এনওসি পাওয়ার ফলে রিশাদ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দীর্ঘ একটি মৌসুম বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন। বিশেষজ্ঞদের মতে, এটি তার ক্যারিয়ারের জন্য বড় এক ধাপ। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে শীর্ষ মানের প্রতিদ্বন্দ্বিতায় খেলার সুযোগ রিশাদের ক্রিকেট দক্ষতা আরও সমৃদ্ধ করবে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৫তম আসর, যা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। এবারের মৌসুমে রিশাদ হোসেনের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ