সুপার ফোরে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়া কাপের সুপার ফোর পর্বে আবারও মাঠে নামছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়, আর এবারের আসরেও তার ব্যতিক্রম হচ্ছে না। রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
গ্রুপ পর্বের ম্যাচে দুই দল প্রথমবার মুখোমুখি হয়। সেই ম্যাচে হাত না মেলানো বিতর্ক মাঠের উত্তেজনাকে আরও তীব্র করেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অভিযোগ আমলে না নিয়ে আবারও ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে পাইক্রফটকেই রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে।
পাকিস্তান শিবির শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও বয়কট করেছে তারা। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, হাত না মেলানো বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি দল। এ ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট হয়েছে।
সবশেষে মাঠেই নিষ্পত্তি হবে দুই দলের লড়াই। ভারত-পাকিস্তান দ্বৈরথে ক্রিকেটের উত্তাপ ছাড়িয়ে রাজনৈতিক ও আবেগী প্রেক্ষাপট সবসময়ই বড় ভূমিকা রাখে। ফলে সুপার ফোরের এই ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। রোববারের দ্বৈরথে কে জয়ী হয়, তার দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেটবিশ্ব।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।