সাইনবোর্ডে হটাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?। ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই দূত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেট অঞ্চলে ।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করা যায়নি এখনও।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।