ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ সরকারের

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ সরকারের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। ৪৮ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও দৈনিক ভাতা প্রদান করা হবে। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন দক্ষতা শেখানো হবে। জানুন বাংলাদেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি, সরকারি পরিকল্পনা এবং তরুণদের কর্মসংস্থান সুযোগের সর্বশেষ তথ্য।



ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশের ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা পাবেন বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সূত্রে জানায়, এই কর্মসূচির আওতায় ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন দক্ষতার উপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি দেশীয় আইটি খাতেও যুক্ত হতে পারবেন।

আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, এ উদ্যোগ তরুণ সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে গ্রামীণ ও জেলা শহরের তরুণরা এ সুযোগ কাজে লাগাতে পারলে পরিবার ও সমাজে অর্থনৈতিক উন্নয়ন বয়ে আনবে। প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে দৈনিক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণে ভর্তি হতে হলে ন্যূনতম এইচএসসি পাস সনদ এবং তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই কর্মসূচি থেকে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি হবে, যারা বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

সরকার জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ধরনের প্রশিক্ষণ চালু করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ