প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে আমেরিকা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন যুক্তরাষ্ট্রে জলবায়ু দুর্যোগ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ঝড়, বন্যা, দাবানল ও খরার মতো দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
বিশেষত, ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)-এর কার্যকারিতা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনা ছিল এর বড় প্রমাণ। ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারান প্রায় ১ হাজার ৮০০ মানুষ এবং ধ্বংস হয় প্রায় সাড়ে আট লাখ ঘরবাড়ি। ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২২৫ বিলিয়ন ডলার। তৎকালীন ধীর ও অপ্রস্তুত সরকারি তৎপরতা ফেমার সুনামকে প্রশ্নবিদ্ধ করে তোলে। মানুষের জীবনরক্ষা ও পুনর্বাসনে ধীর প্রতিক্রিয়া, বর্ণবৈষম্যমূলক আচরণ এবং অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা নষ্ট হয়।
ক্যাটরিনার মতো দুর্যোগ যুক্তরাষ্ট্রকে এখনও তাড়া করে ফিরছে। সম্প্রতি হারিকেন এরিন মাত্র একদিনে ক্রান্তীয় ঝড় থেকে ক্যাটাগরি ৫ পর্যায়ে পৌঁছে বিপর্যয় ডেকে আনে। আগে ২০২৪ সালে হারিকেন মিল্টনও ভয়াবহ ক্ষতি করে। এর পাশাপাশি উত্তর ক্যারোলাইনা ও ওরেগনে দাবানল, টেক্সাসে ভয়াবহ বন্যা এবং ক্যালিফোর্নিয়ায় আগুনে শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।
এ অবস্থায় ফেমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন, কর্মী সংকোচন ও বাজেট কাটছাঁটে প্রতিষ্ঠানটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এমনকি কিছু সময় মার্কিন প্রেসিডেন্ট ফেমা বিলুপ্ত করার কথাও ঘোষণা করেছিলেন। তবে পরবর্তীতে তা সংস্কারের পথে রাখা হয়।
ফেমার বিপরীতে দেখা যাচ্ছে জলবায়ু দুর্যোগ মোকাবিলার ভিন্ন দৃষ্টান্ত বাংলাদেশে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং উপকূলীয় ভূমি হ্রাসে লাখো মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। জরিপে দেখা গেছে, ঢাকা শহরের বস্তির প্রায় ৬৩ শতাংশ মানুষ উপকূলীয় জেলা থেকে জলবায়ু শরণার্থী হিসেবে এসেছে।
যুক্তরাষ্ট্রে ফেমা নিয়ে বিতর্ক চললেও বাংলাদেশে শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু সহনশীলতার এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। বার্তাটি স্পষ্ট, যেখানে ধনী দেশগুলো এখনো জলবায়ু সংকটের বাস্তবতা নিয়ে দ্বিধায়, সেখানে সীমিত সম্পদ নিয়েও উন্নয়নশীল দেশগুলো অভিযোজন ও উদ্ভাবনের মাধ্যমে টিকে থাকার পথ খুঁজে নিচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।