ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) তীব্র আন্দোলনের মধ্যে উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও বেলা ১১টার পর আন্দোলনকারীরা হঠাৎ সব সড়ক অবরোধ করে দেন। এর পরপরই বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে প্রথমে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে তারা একে একে বিভিন্ন দপ্তরে ঢুকে কম্পিউটারসহ নানা আসবাবপত্র ও নথিপত্র নষ্ট করে এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নেয়। ভাঙচুরের এক পর্যায়ে উপজেলা পরিষদের কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা জীবন বাঁচাতে অফিস ত্যাগ করেন। ইউএনও অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তাঁর সচিব কামাল হোসেন।
জানা গেছে, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা আন্দোলনে নামে। এ দাবিতে তারা পরপর দুই দফা তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। সোমবার সকাল ১০টার দিকে ভাঙ্গার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে নান্টু মুন্সী ও অ্যাডভোকেট মাসুদ মুন্সীর নেতৃত্বে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশ প্রথমে তাদের সরিয়ে দেয়। তবে অল্প সময় পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুরো উপজেলা শহরে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।