মহাখালী ফ্লাইওভারের নিচে ২৪ ফুট সুড়ঙ্গ সংস্কারের দাবি স্থানীয়দের

মহাখালী ফ্লাইওভারের নিচে ২৪ ফুট সুড়ঙ্গ সংস্কারের দাবি স্থানীয়দের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মহাখালী ফ্লাইওভারের নিচে ২৪ ফুট লম্বা সুড়ঙ্গ অযত্নে অব্যবহৃত থেকে নোংরা পানি ও অপরাধকেন্দ্রে পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নগর নিরাপত্তা ও পরিবেশের স্বার্থে দ্রুত সংস্কার ও আধুনিক ব্যবহারের দাবি উঠেছে। সিটি করপোরেশন আশ্বাস দিয়েছে শিগগিরই এ সুড়ঙ্গ সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

রাজধানীর মহাখালী ফ্লাইওভার দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এ অঞ্চলের যানজট নিরসনে ফ্লাইওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে ফ্লাইওভারের নিচেই রয়েছে এক ভিন্ন চিত্র। স্থানীয়রা জানান, এখানে রয়েছে প্রায় ২৪ ফুট লম্বা একটি সুড়ঙ্গপথ, যা দীর্ঘদিন ধরে নানা কাজে ব্যবহার হয়ে আসছে। এই সুড়ঙ্গটি মূলত একটি জরুরি সার্ভিস টানেল হিসেবে নির্মাণ করা হলেও বর্তমানে এর ব্যবহার সীমাবদ্ধ হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মহাখালী ফ্লাইওভার এলাকার এ সুড়ঙ্গপথটি প্রথমদিকে বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইন ও কেবল সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হতো। পরবর্তীতে এর ভেতর দিয়ে বিভিন্ন মেরামত কার্যক্রম পরিচালনার সুবিধাও রাখা হয়েছিল। তবে এখন দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সুড়ঙ্গটি অযত্নে অব্যবস্থাপনার শিকার। ভেতরে জমে থাকা নোংরা পানি ও আবর্জনা স্থানীয় পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলা এ সুড়ঙ্গপথকে অসাধু কিছু ব্যক্তি নানা অবৈধ কাজে ব্যবহার করছে। আশপাশের দোকানিরাও জানান, মাঝে মাঝে এখানে নেশাজাতীয় দ্রব্য সেবনের আড্ডা বসে। বিষয়টি নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগও বাড়ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ বলছে, বিষয়টি তারা জানে এবং পর্যায়ক্রমে এ ধরনের সুড়ঙ্গপথগুলো সংস্কার ও নিরাপদ ব্যবহারের আওতায় আনা হবে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ভবিষ্যতে এ সুড়ঙ্গগুলো আধুনিক ড্রেনেজ সিস্টেম কিংবা কেবল ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, মহাখালীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় যেকোনো অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা জরুরি। অব্যবহৃত বা অযত্নে থাকা স্থাপনাগুলো অপরাধের ঝুঁকি বাড়ায় এবং নগর পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই দ্রুত উদ্যোগ গ্রহণ করে এ ধরনের সুড়ঙ্গপথ সংস্কার ও সঠিক ব্যবহারে আনা প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ