রাকসু নির্বাচনে শিবিরের চমক: নারী, সমন্বয়ক ও সংখ্যালঘু প্যানেলে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে আলোচনায় এসেছে ছাত্রশিবির। আসন্ন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সংগঠনটি নিজেদের কর্মীদের পাশাপাশি ভিন্নমতের শিক্ষার্থীদের নিয়েও একটি “সম্মিলিত শিক্ষার্থী জোট” গঠন করেছে।
প্যানেলে ভিপি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান, জিএস পদে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি সালমান সাব্বির।
এই প্যানেলে রয়েছে বেশ কিছু চমক—
তিনজন নারী প্রার্থী, যাদের একজন নির্ধারিত নারী পদের বাইরেও সাধারণ আসনে লড়ছেন।
নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী।
জুলাই আন্দোলনের সময় এক চোখ হারানো দ্বীপ মাহবুবও রয়েছেন প্রার্থীদের তালিকায়।
বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের পর আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে শিবির এবার কৌশলগত অবস্থান নিয়েছে। একাধিক প্যানেল মাঠে নামায় ভোট ভাগাভাগির সম্ভাবনা থাকলেও ছাত্রী হলগুলোতে ইসলামী ছাত্রী সংস্থার প্রভাব এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে শিবিরের পুরোনো যোগাযোগ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে, রাকসু নির্বাচনে শিবিরের এই নতুন কৌশল রাজনীতির মাঠে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।