অ্যান্ড্রয়েড ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বব্যাপী প্রতিদিন নানা মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটে থাকলেও তা আগাম নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে প্রযুক্তির সাহায্যে স্থানীয় ব্যবহারকারীরা ভূমিকম্পের সময় সতর্কবার্তা পেতে সক্ষম হচ্ছেন। এই সুবিধার অন্যতম উদাহরণ হলো গুগলের ‘আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’। ২০২০ সালে চালু হওয়া এই সিস্টেমটি মূলত ভূপৃষ্ঠের কম্পন পর্যবেক্ষণ করে স্থানীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কবার্তা প্রদান করে থাকে।
গুগলের এই সেবা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন নেই। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে প্রবেশ করে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশন থেকে ‘আর্থকোয়েক অ্যালার্টস’ চালু করলেই যথেষ্ট। এর মাধ্যমে ভূমিকম্পের উৎস, মাত্রা এবং নিরাপদ থাকার পরামর্শসহ প্রয়োজনীয় তথ্য সরাসরি ফোনে পৌঁছে যায়। ব্যবহারকারীরা চাইলে এই সতর্কবার্তা অ্যালার্ট বন্ধও করতে পারেন।
এ ছাড়া ‘মাই আর্থকোয়েক’ অ্যাপও ভূমিকম্প পর্যবেক্ষণ ও তথ্য জানাতে সক্ষম। অ্যাপটির মাধ্যমে বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্ত এবং প্রাসঙ্গিক তথ্য পাওয়া যায়। ব্যবহারকারীরা এটিকে বিনামূল্যে নামিয়ে ব্যবহার করতে পারেন।
আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাপ হলো ‘আর্থকোয়েক নেটওয়ার্ক’। যদিও এটি ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেয়ার দাবি করে, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অ্যাপটি মূলত ভূমিকম্পের কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে আশপাশের এলাকায় বসবাসকারীদের সতর্কবার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
উক্ত সব প্রযুক্তি ব্যবহার করে সাধারণ জনগণ ভূমিকম্পের সময়ে সজাগ থাকা এবং নিরাপদ থাকা নিশ্চিত করতে পারেন। বাংলাদেশেও এই সেবাগুলো ব্যবহার করা সম্ভব, যা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।