সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা গ্রেফতার

সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা গ্রেফতার
ছবির ক্যাপশান, সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সিলেটে আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর দায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করে। তিনি এই লুটকাণ্ডের অন্যতম মূলহোতা বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ