এশিয়া কাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
ছবির ক্যাপশান, এশিয়া কাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দুবাইয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দ্বন্দ্বে এবার ভিন্ন এক আবহ তৈরি হয়েছে। দুই দেশের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। একসময় মাঠ মাতানো তারকারা এবার আর নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মা দর্শকের আসনে বসে দেখবেন নতুন প্রজন্মের খেলা। অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও এবার দলের বাইরে। ফলে অগ্রজদের বিদায়ের পর নতুনদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পাহালগাম ঘটনার পর প্রথমবার ভারত-পাকিস্তান লড়াই হতে যাচ্ছে এমন পরিস্থিতিতে।

ভারতের দলে এবার ওপেনিং করবেন অভিষেক শর্মা ও শুভমন গিল। তিন নম্বরে থাকছেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। মাঝের সারিতে অধিনায়ক সূর্যকুমার যাদবের ওপর আস্থা রাখছে দল। এর পাশাপাশি তিলক ভার্মা, শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া দলের ব্যাটিং ও অলরাউন্ড শক্তি বাড়াবেন। বোলিং বিভাগে একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকবেন জসপ্রিত বুমরাহ। তার সঙ্গে আছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও নিয়ন্ত্রণকারী স্পিনার অক্ষর প্যাটেল।

অন্যদিকে পাকিস্তান দলও একইভাবে নবীন শক্তিকে নিয়ে মাঠে নামছে। ওপেনিং জুটি গড়বেন সাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। তাদের সঙ্গে ব্যাটিং বিভাগে থাকছেন ফখর জামান ও অধিনায়ক সালমান আগা। তরুণ হাসান নওয়াজ, উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ রয়েছেন মধ্যসারিতে।

বোলিংয়ে অভিজ্ঞ শাহীন শাহ আফ্রিদি নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ফাহিম আশরাফ, সুফিয়ান মুকীম ও রহস্য স্পিনার আবরার আহমেদ থাকছেন আক্রমণভাগে। দলের ভারসাম্য রক্ষায় হারিস রউফকে ফেরানোর কথাও ভাবছে পাকিস্তান।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রায় সমান। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও পাকিস্তান দুটো দলই চারটি জয় ও একটি হারের মুখ দেখেছে। এই পরিসংখ্যান প্রমাণ করছে যে, মাঠে লড়াই হতে যাচ্ছে সমান সমান। বিশেষ নজর থাকবে ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আগার ওপর।

পাকিস্তানের টি–টোয়েন্টি ব্যাটিং ধারা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালমান আগা। অন্যদিকে সূর্যকুমার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে কখনও বিশের ঘর পেরোতে পারেননি। তাই তাকে ঘিরেও রয়েছে আলাদা চাপ।

চিরপ্রতিদ্বন্দ্বীদের এই লড়াইয়ে দর্শকরা হয়তো আবারও অনুভব করবেন পুরোনো উত্তেজনা। হয়তো নতুন কোনো তারকার ব্যাটিং বা বলের ঝলক এনে দেবে নতুন প্রজন্মের প্রতি আস্থা। ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেট বিশ্বে অন্যরকম আকর্ষণ, আর এবার সেই আকর্ষণ আরও বাড়ছে নতুনদের হাত ধরে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ