ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফল নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল নিয়ে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ডাকসু ও হল সংসদ: জয়ী প্রার্থীদের তালিকা’ শীর্ষক সংবাদের প্রতি প্রতিবাদ জানিয়ে জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ওই প্রতিবেদনে উল্লিখিত দুই হলের কয়েকজন প্রার্থীর ভোট সংখ্যা একই দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অপতথ্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা কারও জন্যই শোভন নয়।
প্রকৃত ফলাফলের তথ্য তুলে ধরে প্রশাসন জানায়, ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে: মো. আবু সাদিক (৮৪১), মো. আবিদুল ইসলাম খান (১৮১), উমামা ফাতেমা (১৫৩), আব্দুল কাদের (৪৭), শামীম হোসেন (১৪১)।
জিএস পদে: এস এম ফরহাদ (৫৮৯), শেখ তানভীর বারী হামিম (২২৮), মেঘমল্লার বসু (৯৯), মো. আবু বাকের মজুমদার (৩৪১)।
এজিএস পদে: তানভীর আল হাদী মায়েদ (১৮৮), মো. মহিউদ্দিন খাঁন (৭০৫), আশরেফা খাতুন (৩৫)।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে: মো. আবু সাদিক (৬৭৪), মো. আবিদুল ইসলাম খান (২৪৮), উমামা ফাতেমা (১৫১), শামীম হোসেন (১৩১), আব্দুল কাদের (৭০)।
জিএস পদে: এস এম ফরহাদ (৫৪৪), মো. আবু বাকের মজুমদার (৭২), শেখ তানভীর বারী হামিম (৩৩৪)।
এজিএস পদে: মো. মহিউদ্দিন খাঁন (৫৭৭), তানভীর আল হাদী মায়েদ (২৩৪), আশরেফা খাতুন (২৮)।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।