সাদিক কায়েমসহ ডাকসুর ৫ নেতা হচ্ছেন সিনেট সদস্য

সাদিক কায়েমসহ ডাকসুর ৫ নেতা হচ্ছেন সিনেট সদস্য
ছবির ক্যাপশান, সাদিক কায়েমসহ ডাকসুর ৫ নেতা হচ্ছেন সিনেট সদস্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাবিকুন নাহার তামান্না।

ডাকসু কর্তৃক মনোনীত ৫ জন সিনেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হোন। আজ রোববার ডাকসুর প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সভায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করবো।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ