কাতারে ইসরায়েলি হামলায় যেভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা থেকে তারা যেভাবে প্রাণে বাঁচলেন, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বেশ কতক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, হামলার সময় হামাস নেতারা তাঁদের মোবাইল ফোন এক জায়গায় রেখে অন্য একটি স্থানে নামাজ আদায় করছিলেন। আর এই কারণেই তাঁরা প্রাণে বেঁচে যান।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান বাহিনী কাতারের একটি আবাসিক ভবনে হামলা চালায়, যেখানে হামাসের প্রধান খলিল আল-হায়াসহ অন্যান্য শীর্ষ নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। এই হামলায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ছয়জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত অবস্থায় রক্ষা পান।
এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হামাস নেতাদের অবস্থান শনাক্ত করতে তাঁদের মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করে।
এরপর সেই অবস্থানের ওপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ব্রিটিশ আরবি গণমাধ্যম ‘আশার্ক আল-আওসাত’ এবং ইহুদিবাদী গণমাধ্যম ‘জিউস ক্রনিকালস’ -এর মতে, ইসরায়েলি হামলার ঠিক আগে হামাস নেতারা তাঁদের মোবাইল ফোনগুলো আলোচনা কক্ষে রেখে পাশের একটি জায়গায় নামাজ পড়তে যান।
হামলার সময় তাঁরা মূল ভবনে ছিলেন না, আর এই কারণেই প্রাণে রক্ষা পান।
উল্লেখ্য, মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা চালানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ইরানেও একই কায়দায় হামাস নেতা ইসমাইল হানিয়াসহ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।