বিশ্বজুড়ে ১২০০ শিল্পীর ইসরায়েল বয়কট ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১,২০০ শিল্পী ইসরায়েলকে বয়কট করার ঘোষণা দিয়েছেন। হলিউডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সাংস্কৃতিক ও চলচ্চিত্র-সম্পর্কিত কাজ থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ফিলিস্তিনে গত দুই বছর যাবত ইসরায়েলের নৃশংস হামলায় ৬৪ হাজারের বেশি নিরীহ মানুষের প্রাণহানির প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
'ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন'-এর ব্যানারে এই শিল্পীরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা কোনো ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না।
সেইসাথে তারা ইসরায়েলে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন না। এর ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের উপস্থিতি থাকবে না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, "যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন করছে, তখন এই ভয়াবহতা রুখতে আমাদের সবকিছু করতে হবে।" তারা আরো উল্লেখ করেন, ইসরায়েলি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।
এ বিষয়ে অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, "একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, এই গণহত্যা বন্ধ করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদেরই এগিয়ে আসতে হবে।"
এই বয়কটের তালিকায় রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, মার্ক রাফেলো, রিজ আহমেদ, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেমসহ আরো অনেকে। নির্মাতাদের মধ্যে রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে প্রমুখ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।