নেপালে সহিংসতা দমনে দেশব্যাপী নিষেধাজ্ঞা ও কারফিউ জারি

নেপালে সহিংসতা দমনে দেশব্যাপী নিষেধাজ্ঞা ও কারফিউ জারি
ছবির ক্যাপশান, নেপালে সহিংসতা দমনে দেশব্যাপী নিষেধাজ্ঞা ও কারফিউ জারি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নেপালে চলমান অস্থিরতা ও জেনারেশন জেড নেতৃত্বাধীন বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে দেশব্যাপী নিষেধাজ্ঞা ও কারফিউ জারি করেছে সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে কারফিউ শুরু হবে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে অরাজক গোষ্ঠী অনুপ্রবেশ করে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, লক্ষ্যভিত্তিক সহিংসতা এবং যৌন সহিংসতার চেষ্টা চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়েছে। সেনাবাহিনী প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

কারফিউ চলাকালে শুধুমাত্র জরুরি সেবার যানবাহন, যেমন অ্যাম্বুলেন্স, মৃতদেহবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর গাড়ি চলাচল করতে পারবে। এসব ক্ষেত্রে নিকটস্থ নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে গুজব বা ভুয়া তথ্য থেকে বিরত থাকতে এবং কেবল সরকারি ঘোষণার ওপর নির্ভর করতে বলা হয়েছে।

সেনাবাহিনী নাগরিক ঐক্যের ওপর জোর দিয়ে জাতীয় অখণ্ডতা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি শান্ত করার পাশাপাশি ভবিষ্যৎ সহিংসতা এড়াতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ