দুর্যোগ মোকাবেলায় বছরে প্রয়োজন ৩০ বিলিয়ন ডলারঃ অর্থ উপদেষ্টা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন যে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে মাত্র এক-দুই বিলিয়ন ডলার ঋণ পেতেও অনেক কাঠখড় পোড়াতে হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আয়োজিত ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি দুর্যোগপ্রবণ দেশ, যেখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বেশি হয়।
এ সময় তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন এবং খুব শীঘ্রই আইএমএফ-এর কাছে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনা শুরু হবে।
তিনি স্থানীয়দের প্রচেষ্টার প্রশংসা করে বলেন যে, স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে। এটা ভালো দিক। কেউ যদি অপেক্ষা করে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোক গিয়ে সহায়তা করবে; তবে তা হবে না।
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তারা তাদের কাজের মাধ্যমে আমাদের সতর্ক করতে পারেন।
জাপানের উদাহরণ টেনে তিনি বলেন, জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোটবেলা থেকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদের।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।