নুরাল পাগলার মাজারে হামলায় মসজিদের ইমামসহ আটক ১৮

নুরাল পাগলার মাজারে হামলায় মসজিদের ইমামসহ আটক ১৮
ছবির ক্যাপশান, নুরাল পাগলার মাজারে হামলায় মসজিদের ইমামসহ আটক ১৮
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা, কবর থেকে মরদেহ উত্তোলন ও পোড়ানো, পুলিশের গাড়ি ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনায় মসজিদের ইমামসহ ১৮ জন আটক।

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, লুটপাট, সংঘর্ষে আহত ও নিহতের ঘটনা, এমনকি কবর হতে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে আটক করা হয়।

এ ছাড়া নিহতের পিতা মো. আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলা বার্ধক্যজনিত কারণে মারা গেলে রাতেই দরবার প্রাঙ্গণে ১২ ফুট উঁচু করে তাকে দাফন করা হয়। এ প্রক্রিয়া শরিয়ত পরিপন্থি অভিযোগ তুলে স্থানীয় "ইমান-আকিদা রক্ষা কমিটি" বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে।

পরে গত শুক্রবার জুমার নামাজ শেষে ওই সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে হামলা চালায়। এ সময় ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালে পুলিশের ওপরও হামলা হয়, ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। এতে ১০–১২ জন পুলিশ সদস্য আহত হন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ