আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ আজ বাংলাদেশসহ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”। শিক্ষা, উন্নয়ন ও টেকসই সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার মাধ্যমে দারিদ্র্য নিরসন ও প্রযুক্তিনির্ভর জ্ঞান বিস্তারের আহ্বান জানিয়েছেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৮ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫। শিক্ষা প্রসারে গুরুত্ব আরোপ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ইউনেস্কো— “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”।
দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজধানীর তেজগাঁওয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর বিশ্বে সাক্ষরতার চাহিদা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতামত তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, সাক্ষরতা শুধু পাঠ্যাভ্যাস নয়, বরং টেকসই উন্নয়ন, দারিদ্র্য নিরসন ও সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তিনি প্রযুক্তির সঠিক ব্যবহারকে সাক্ষরতা অর্জন ও বিস্তারের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে বিশ্বব্যাপী এবং ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে প্রতি বছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার প্রাথমিক সংজ্ঞা ছিল কেবল নাম লিখতে পারা। তবে পরবর্তীতে সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। ১৯৯৩ সালের সংজ্ঞা অনুযায়ী, একজন সাক্ষর ব্যক্তি নিজের ভাষায় সহজ বাক্য পড়তে ও লিখতে পারবে এবং দৈনন্দিন জীবনের সাধারণ হিসাব-নিকাশ করতে সক্ষম হবে।
বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা দেশের অন্যতম রাষ্ট্রীয় অঙ্গীকার। কারণ সাক্ষরতা ও উন্নয়ন একই সূত্রে গাঁথা; নিরক্ষরতা উন্নয়নের অন্তরায়। বিশেষজ্ঞরা মনে করেন, টেকসই সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো সাক্ষরতা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।