সূর্যের খেলা নাকি ভৌগোলিক রহস্য ! একই সময়ে সকাল, দুপুর আর রাতের দেশ কোথায়?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়া-বিশ্বের সবচেয়ে বিস্তৃত দেশ। ইউরোপের বাল্টিক সাগর থেকে এশিয়ার প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই দেশটির ভৌগোলিক বিস্তৃতি এমন, যে একই সময়ে দেশটির বিভিন্ন প্রান্তে সূর্যের অবস্থান একেবারেই আলাদা। ঠিক তাই রাশিয়াতে রয়েছে ১১টি টাইম জোন, যা এক নজরে সত্যিই বিস্ময়কর মনে হয়। মস্কোতে যখন সকালের চা সারছেন মানুষ, ঠিক তখনকার সময়ে পূর্ব সাইবেরিয়ার প্রান্তে কেউ হয়তো রাতের খাবার খাচ্ছেন। এই বিশাল সময় ব্যবধানই রাশিয়াকে এমন এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে, যা অন্য কোনো দেশে নেই।
রাশিয়ার টাইম জোনের বিস্তার-
রাশিয়ার টাইম জোনগুলো UTC+2 থেকে UTC+12 পর্যন্ত বিস্তৃত। পশ্চিমে কালিনিনগ্রাদ থেকে শুরু করে পূর্বে কামচাটকা ও চুকোটকা পর্যন্ত এই সময় বৈচিত্র্য আছে। মস্কো টাইম (UTC+3) দেশের বেশিরভাগ ইউরোপীয় অংশে প্রযোজ্য। তারপরে সাইবেরিয়ার বিভিন্ন শহর যেমন ইয়েকাতেরিনবার্গ, ওমস্ক, ক্রাসনোয়ারস্ক, ইরকুটস্ক, ইয়াকুতস্ক-প্রত্যেকটির নিজস্ব সময়। পূর্ব প্রান্তের ভ্লাদিভোস্তক, মাগাডান ও কামচাটকায় সময় আরও পূর্বমুখী।
এই টাইম জোনের বৈচিত্র্য শুধু গণনা নয়; এটি বাস্তবে মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও যাত্রা ব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ পার হতে গেলে যাত্রীদের ৭–৮টি টাইম জোন অতিক্রম করতে হয়। একই দেশেই সকালে অফিস, বিকেলে রাত-এ ধরনের সময় বৈচিত্র্যকে সামলানো প্রযুক্তি ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।
ভৌগোলিক কারণ-
রাশিয়ার বিশাল আয়তন, প্রায় ১৭ মিলিয়ন বর্গকিমি, এমনকি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-অষ্টমাংশ জুড়ে বিস্তৃত। এর ফলে একটি একক সময় সারা দেশে প্রযোজ্য করা সম্ভব নয়। পূর্ব ও পশ্চিমের সূর্য ওঠা এবং অস্তের সময় এতটা আলাদা যে, স্থানভিত্তিক টাইম জোন ছাড়া দৈনন্দিন জীবন চালানো দায়।
জীবনধারায় প্রভাব-
১১টি টাইম জোনের এই বিস্তার রাশিয়ানদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি একটি অনন্য বৈশিষ্ট্য।
অফিস, ব্যবসা ও সরকারী কাজের সময় স্থানীয় সময় অনুযায়ী সামঞ্জস্য করতে হয়। বিমান ও রেল যোগাযোগে লোকাল টাইম প্রাধান্য পায়, ফলে যাত্রী ও পেশাজীবীদের জন্য পরিকল্পনা গুরুত্বপূর্ণ।
সামাজিক জীবনেও পার্থক্য দেখা যায়-যখন মস্কোয় সকাল, তখন দূরের পূর্বাঞ্চলে রাত।
রাশিয়ার ১১টি টাইম জোন কেবল সংখ্যা নয়; এটি প্রকৃতির এবং মানুষের সময় ব্যবস্থার এক বিস্ময়কর সমন্বয়। এক দেশেই সকালে কেউ কাজ শুরু করছে, বিকেলে কেউ ঘুমোচ্ছে, আর রাতের খাবারের প্রস্তুতি চলছে-এই অভিজ্ঞতা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। রাশিয়া কেবল ভূখণ্ডে নয়, সময়ের দিক থেকেও বিশ্বে এক অনন্য দেশ, যেখানে সময়ের এক বিচিত্র জাদু প্রতিনিয়ত মানুষকে অভ্যর্থনা জানাচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।