প্রযুক্তির প্রভাব যেভাবে মানুষকে করছে একাকী আবার একইসাথে দিচ্ছে দ্বিগুণ জীবন!!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে বিপ্লব ঘটিয়েছে। বিংশ শতাব্দীকে বলা হয় প্রযুক্তির উন্মেষের যুগ-ক্যাসেট, ফ্লপি ডিস্ক, সিডি, পেন ড্রাইভ, কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইলের মতো আবিষ্কার মানুষের জীবনকে নতুন মাত্রা দেয়। আর একবিংশ শতাব্দী হলো সেই প্রযুক্তির শিখর, যেখানে স্মার্টফোন রাজত্ব করছে।
ভারতীয় অভিনেতা অনুপম খের এক ভিডিওতে বলেছিলেন-"স্মার্টফোন বিংশ শতাব্দীর প্রায় সব আবিষ্কারকে গিলে ফেলেছে।" রেডিও, টেলিভিশন, সিডি থেকে শুরু করে সিনেমা হল পর্যন্ত-সব এখন হাতের তালুতে। কিন্তু এর সাথে সাথে কেটে নিচ্ছে আমাদের সময় ও সামাজিকতা।
নেতিবাচক প্রভাব:
এক সময় মানুষ একসাথে বসে গল্প করত, অভিজ্ঞতা ভাগাভাগি করত। এখন বন্ধুরা একসাথে বসলেও মাথা নিচু করে সবাই নিজ নিজ মোবাইলে ডুবে থাকে। স্বামী-স্ত্রী একই ঘরে থেকেও কথোপকথনের চেয়ে স্ক্রিন টাইম বেশি গুরুত্ব পাচ্ছে।
কৃষিক্ষেত্রে আগে যেখানে একটি ফসল তুলতে ১০-২০ জন শ্রমিক লাগত, এখন একটি মেশিনই যথেষ্ট। এর ফলে পারস্পরিক নির্ভরশীলতা কমে গেছে। পাশের বাড়ির মানুষটির সাথে ঝগড়া হলে আর চিন্তা নেই, কারণ তার সাহায্যের প্রয়োজন পড়ছে না।
প্রযুক্তি আমাদের আরাম দিয়েছে, কিন্তু সেই সাথে শারীরিক শ্রম কমিয়ে দিচ্ছে। মানুষ সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে, যেন একাকী বন্দী উটপাখি বা যান্ত্রিক জম্বি।
ইতিবাচক প্রভাব:
সময়ের সাশ্রয়- একসময় হজ্জ করতে যাওয়া মানে পুরো এক বছরের যাত্রা। এখন মাত্র কয়েক ঘণ্টায় বিমানে পৌঁছানো যায়। সংবাদ পৌঁছাতে যেখানে আগে ৭-১৫ দিন লাগত, এখন কয়েক সেকেন্ডেই বার্তা পৌঁছে যায়।
জ্ঞান অর্জনের বিপ্লব- গত বছর পর্যন্ত তথ্য খুঁজতে গুগল সার্চে মিনিটের পর মিনিট কাটাতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা ChatGPT সেকেন্ডের মধ্যে তথ্য ফিল্টার করে নির্দিষ্ট উত্তর হাজির করছে।
জীবনচক্রের গতি বৃদ্ধি- আগে যে কাজ সম্পাদন করতে ২০০ বছর লেগে যেত, এখন মাত্র ৫০ বছরেই সম্ভব। প্রযুক্তি যেন আমাদের "দ্বিগুণ জীবন" উপহার দিচ্ছে—একই জীবদ্দশায় আমরা অনেক বেশি অর্জন করতে পারছি।
ব্যবহারভেদে প্রভাব-
প্রযুক্তি হলো এক দ্বিমুখী তলোয়ার। কেউ ফেসবুক ব্যবহার করে রাতভর সময় নষ্ট করছে, আবার কেউ একই প্ল্যাটফর্মে ব্যবসা করে আয় করছে লক্ষ টাকা।
এক মেয়ে ছোটবেলায় কম্পিউটার পেয়ে কেবল গেম খেলল, অন্যদিকে একই যন্ত্র অন্য একজনের জন্য হয়ে গেল আয়ের উৎস। প্রযুক্তি আসলে আমাদের হাতে দেওয়া একটি হাতিয়ার-আমরা কিভাবে ব্যবহার করছি, সেটাই ঠিক করবে আমাদের মনস্তত্ত্বের রঙ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।