ডাকসু নির্বাচনী প্রচারণার আজকেই শেষ দিন

ডাকসু নির্বাচনী প্রচারণার আজকেই শেষ দিন
ছবির ক্যাপশান, ডাকসু নির্বাচনী প্রচারণার আজকেই শেষ দিন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ডাকসু নির্বাচনী প্রচারণার আজ শেষ দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন। ছাত্রদল, স্বতন্ত্র ও বিভিন্ন প্যানেল প্রার্থী সক্রিয়ভাবে প্রচারণায় ব্যস্ত। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক ভোট আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ রোববার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। ফলে প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরছেন।

শনিবার ছিল ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সারাদিন হলকেন্দ্রিক প্রচারণা চলে। হাজী মুহম্মদ মহসিন হলে ভোটারদের সঙ্গে প্রচারণায় অংশ নেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অপরাজনীতি পরিহার করে সুস্থ ও একতাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন করবেন বলেও আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, মেয়েদের ব্যাপক হারে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাই তাদের অন্যতম চ্যালেঞ্জ এবং এ বিষয়ে তারা বাড়তি উৎসাহ দিচ্ছেন।

অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। তারা সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একইদিন বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ ও নীতিমালা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। এছাড়া শনিবার বিকালে ছাত্রদল প্যানেল চিফ রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী পরিবেশ সংক্রান্ত অভিযোগপত্র জমা দেয়।

আজকের প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, নির্বাচনটি হবে সুষ্ঠু, সুন্দর এবং দৃষ্টান্তমূলক।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ