চাঁদের বিরল ছবি তুললেন বাংলাদেশি তরুণ জ্যোতির্বিজ্ঞানী

চাঁদের বিরল ছবি তুললেন বাংলাদেশি তরুণ জ্যোতির্বিজ্ঞানী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশের একজন তরুণ জ্যোতির্বিজ্ঞানী চাঁদের এক বিরল ও বিশদ ছবি তুলেছেন, যা আকার ও সূক্ষ্মতায় দেশের ইতিহাসে অন্যতম বড় চন্দ্রচিত্র বলে দাবি করা হচ্ছে।

তুলনামূলকভাবে ছোট একটি যন্ত্র দিয়েই এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। গত বছরের মার্চে ৮ ইঞ্চি ব্যাসের একটি টেলিস্কোপ ব্যবহার করে ছবিটি ধারণ করা হয়। তবে এটি কোনো একক শট নয়। বরং চাঁদের ৩৫টি আলাদা অংশ আলাদাভাবে ধারণ করা হয় একটি হাই-স্পিড প্ল্যানেটারি ক্যামেরার মাধ্যমে। প্রতিটি অংশের জন্য তোলা হয় এক হাজার ছবি, যা পরে স্ট্যাকিং প্রযুক্তিতে একত্রিত করা হয়।

ফলে এক ছবির জন্য মোট ধারণ করা হয়েছে প্রায় ৩৫,০০০ ফ্রেম। ডেটার পরিমাণ ছিল কয়েকশ গিগাবাইট। পরে প্রতিটি অংশকে জোড়া লাগিয়ে তৈরি হয় সম্পূর্ণ চিত্রটি।

শেষ পর্যন্ত ছবিটির রেজোলিউশন দাঁড়ায় ১৩,০০০ × ৯,০০০ পিক্সেলের বেশি। এর মানে ছবিটি এত বড় যে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোপুরি প্রদর্শন করা সম্ভব নয়। এজন্য ছবিটির একটি ডিপ-জুম সংস্করণ ওয়েবসাইটে প্রকাশ করেছেন তিনি, যেখানে দর্শকরা জুম করে চাঁদের সূক্ষ্মতম খুঁটিনাটিও দেখতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই ছবিটি চাঁদের খনিজগঠন ও গহ্বরগুলো অধ্যয়নে সহায়ক হতে পারে এবং জ্যোতির্বিজ্ঞানে আগ্রহীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ