দিনাজপুর হাবিপ্রবি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১০ তলা ভবনের ৮ম তলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগে বিষয়টি নিয়ে নানা বিতর্ক ও সন্দেহ থাকলেও, প্রমাণ হিসেবে ক্যামেরাবন্দি হয়েছে সেই দৃশ্য। ছবিটি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাগীব হাসান সিফাত।
ছবিতে স্পষ্ট দেখা যায়, দূরের নীলাভ আকাশের বুকে তুষার-আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা, যা থেকে দৃষ্টি সরানো কঠিন।
বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছ আবহাওয়া ও দিগন্তজোড়া দৃশ্যমানতার সুযোগে পাহাড়ের এমন সৌন্দর্য উত্তরাঞ্চল থেকে দেখা সম্ভব হয়। তবে এটি এক বিরল মুহূর্ত।
স্থানীয় শিক্ষার্থীরা এ দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের অনেকে বলছেন, "হাজারো কথার ভিড়ে আজ প্রমাণ হলো সত্যি- হাবিপ্রবির ৮ম তলা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।"
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।