যুবকের পেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফরিদপুরে র্যাব অভিযানে এক যুবকের পেট থেকে এক্সরে করে ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার হয়েছে। কক্সবাজারের উখিয়ার এনায়েত উল্লাহ নামের এই মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুরে বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ওই ব্যক্তি পেটের ভেতর বিপুল পরিমাণ ইয়াবা বহন করছিলেন বলে এক্স-রে পরীক্ষায় প্রমাণ মেলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব-১০ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙা রাস্তার মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে আচরণ করায় মো. এনায়েত উল্লাহ নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত উল্লাহ স্বীকার করেন যে, বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট গিলে তিনি বহন করছিলেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্স-রে করা হয়। পরীক্ষায় তার পেটের ভেতরে একাধিক প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।
এরপর চিকিৎসকের সহায়তায় বিশেষ পদ্ধতিতে তার শরীর থেকে মোট ৪৪টি ছোট কালো চকোলেট সদৃশ প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে ২ হাজার ৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এনায়েত উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বর্তমানে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।