তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ ও পরিবহন সুবিধা নিশ্চিতের তিন দফা দাবিতে টানা আন্দোলনের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা আন্দোলনের পর এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা–পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৩৭ দিনের আন্দোলনেও তাদের দাবির বিষয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনকারীরা জানান, ৩৬ দিনের মধ্যে তারা পাঁচদিন মহাসড়ক অবরোধ করেছেন। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে এবার থেকে আর সড়ক অবরোধ নয়, বরং রাত ৯টা থেকে আমরণ অনশন শুরু করবেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও প্রশাসন নির্দিষ্ট সমাধান দিতে ব্যর্থ হয়েছে। ফলে শিক্ষার্থীরা অনশনের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি অভিযোগ করেন, ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, অনশনে বসার পর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।
আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর জানান, অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এক মাসেরও বেশি সময় ধরে। তবে প্রশাসনের নিরব ভূমিকার কারণে তারা অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এক মাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার তারা আমরণ অনশনে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।