ঢাবি শিক্ষার্থী আলী হুসেন কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত নন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি জানিয়েছে, তার কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও গণধর্ষণের হুমকির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ এবং গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া জানান, আলী হুসেনের রাজনৈতিক কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তার বক্তব্য অনুযায়ীও তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও স্ট্যাটাসের ভিত্তিতে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে আলী হুসেন তদন্ত কমিটির কাছে এসবের ব্যাখ্যা দেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকার করেন।
তদন্ত কমিটি জানায়, অভিযোগের সত্যতা প্রমাণের মতো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। শেহরীন আমিন ভূঁইয়া বলেন, “আমরা পর্যাপ্ত যাচাই-বাছাই করেছি। কিন্তু তার রাজনৈতিক সংযোগের প্রমাণ পাইনি। তিনি স্বীকার করেছেন, ক্ষোভের বশে উক্ত স্ট্যাটাস দিয়েছিলেন এবং পরে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।”
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। অনেকে আলী হুসেনের পুরনো ছবি ও লেখাকে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করলেও তদন্ত কমিটি সেসব তথ্যকে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে গণ্য করেনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী হিসেবে দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানানো হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।