নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশান, নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে দেড় শতাধিক মানুষ আক্রান্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে দেড় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক রোগী। পানিবাহিত কারণ নাকি নষ্ট খাবার তা খতিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত এলাকায় মেডিকেল টিম নমুনা সংগ্রহ ও তদন্ত করছে।

নাটোর পৌরসভায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল মধ্যরাত থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঝাউতলা, কাঠালবাড়িয়া, চৌকিরপাড়, ডোমপাড়া ও উলুপুর মহল্লার দেড় শতাধিক বাসিন্দা ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এর মধ্যে নাটোর সদর হাসপাতালে এখনো শতাধিক রোগী ভর্তি রয়েছেন। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র স্টাফ নার্স সুমি খাতুন। তিনি জানান, সব রোগীই ডায়রিয়ার সাধারণ উপসর্গ যেমন পাতলা পায়খানা ও বমি নিয়ে চিকিৎসা নিতে এসেছেন।

আক্রান্তদের দাবি, একসঙ্গে অনেক মানুষ অসুস্থ হওয়ায় বিষয়টি পানিবাহিত রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ প্রেক্ষিতে পৌরসভার বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে সরবরাহকৃত পানির নমুনা সংগ্রহ করেছে।

নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে এটি পানিবাহিত বলে মনে হলেও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নমুনা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হবে।

অন্যদিকে, পৌরসভার ওয়াটার সুপারভাইজার রবিউল ইসলাম জানান, সরেজমিনে পানি পরীক্ষা করা হলেও তাতে জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, পৌরসভার ১২টি পাম্প থেকে ইন্টার কানেকশনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। যদি পানি সমস্যার কারণ হতো, তবে পুরো পৌর এলাকায় একই ধরনের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কথা। তার মতে, অতিরিক্ত গরমে নষ্ট খাবার থেকেও এ রোগের বিস্তার ঘটতে পারে।

এদিকে নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন আক্রান্ত এলাকা পরিদর্শন করে জানান, ঘটনাটির মূল কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে নমুনা সংগ্রহ ও যাচাই-বাছাই করবে। ফলাফল পাওয়া গেলে ডায়রিয়ার প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ