মুসলিম কিশোরীকে টানা ৭ দিন আটকে রেখে ধর্ষণ করেছে হিন্দু যুবক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে সাতদিন আটকে রেখে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে হিন্দু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জয় কুরি (২৫) ও তার তিন সহযোগী পলাতক। আদালতে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত জয় কুরিসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর।
সূত্র মতে, জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জয় কুরি সহ ও তার তিন সহযোগীর বিরুদ্ধে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে টানা সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে জয় কুরি ও তার সহযোগীরা।
পরবর্তীতে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী কিশোরীকে।
মামলার এজাহারে বলা হয়েছে, শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ তিন থেকে চারজন এ ঘটনায় জড়িত। জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার মা-বাবা খারাপ আচরণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ভিকটিম পক্ষের অভিযোগের ভিত্তিতেই পুলিশি তৎপরতার মাধ্যমে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে, ভিকটিমের স্বীকারোক্তি ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মূল অভিযুক্ত জয় কুরিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে, অচিরেই তাকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। অপরাধীকে গ্রেপ্তারে কোনো গাফিলতি নেই।’
তিনি আরও বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল এ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও রায়পুরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাংবাদিক সমাজসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। অভিযুক্তের অবস্থান সংক্রান্ত তথ্য দিলে তাকে গ্রেপ্তারে সহায়তা হবে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মিল্টন সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের ঘটনায় মূল আসামিকে আটকের চেষ্টা চলছে।’
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের প্রতি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত জয় কুরিসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, মুসলিম কিশোরীকে সাতদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই”, “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না”সহ বিভিন্ন স্লোগান দেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।