নেত্রকোনায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নেত্রকোনায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো চ-৮৮৪৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক ধরে যাচ্ছিল। বড় ইলাশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পথচারী ওই নারীকে চাপা দেয় বাসটি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, দুর্ঘটনাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরেই একটি বাস কাউন্টার রয়েছে এবং সেদিকেই যাচ্ছিল গাড়িটি। হঠাৎ চৌরাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি থামানো সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যস্ততম এ সড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত নারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। এদিকে এ দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ