নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজ হাসপাতাল থেকে  চিকিৎসকের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশান, নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নাটোর শহরের মাদ্রাসামোড় এলাকায় জনসেবা হাসপাতালের একটি কক্ষ থেকে চিকিৎসক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে দ্বিতীয় তলায় তার নিজস্ব অফিসকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ডা. আমিরুল ইসলাম হাসপাতালটির স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি তিনি জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে শহরে বসবাস করে হাসপাতাল পরিচালনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তিনি হাসপাতালের কক্ষে প্রবেশের পর দীর্ঘ সময় সাড়া-শব্দ না পেয়ে অফিসকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহতের গলা এবং অণ্ডকোষে গভীর ক্ষত ছিল বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন।

ঘটনার খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ হাসপাতালে আসেন। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং অতি দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় নাটোর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং চিকিৎসক সমাজ শোকাহত প্রতিক্রিয়া জানিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত এগিয়ে নিচ্ছে এবং শিগগিরই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ