৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হাইকোর্টের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ওই দিনেই।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির এবং রিটকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
রিট আবেদনে বলা হয়, এস এম ফরহাদ ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বে ছিলেন। অথচ ঘোষিত তফসিলের পর তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হিসেবে মনোনয়ন নেন।
রিটকারীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, একজন ব্যক্তি কীভাবে একই বছরে দুটি ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রার্থী হতে পারেন এবং তা বৈধ কিনা।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের এ আদেশের ফলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি নতুন মোড় নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী পরিবেশ, প্রার্থিতা যাচাই ও রাজনৈতিক প্রভাব নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।