আবারও ১৮ বাংলাদেশি জেলে অপহরণ করলো আরাকান আর্মি

আবারও ১৮ বাংলাদেশি জেলে অপহরণ করলো আরাকান আর্মি
ছবির ক্যাপশান, ১৮ বাংলাদেশি জেলে অপহরণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মিয়ানমারের আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকার জলসীমা থেকে বাংলাদেশি জেলেদের আটক করেছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিনের পশ্চিম ও পূর্ব সাগর থেকে তিনটি ট্রলারসহ ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।

তিনি জানান, জেলেরা মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটের মাধ্যমে এসে তাদের আটক করে নিয়ে গেছে। আটক হওয়া তিনটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রত্যেক ট্রলারে ৬ জন করে জেলে উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানিয়েছেন, এ ধরনের ঘটনা পুনরায় ঘটার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তিনি জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা ১১ মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর থেকে তারা বঙ্গোপসাগরের জলসীমায় প্রভাব বিস্তার করছে। চলমান পরিস্থিতিতে প্রায় এক মাসে ১০টি ট্রলারের ৭৪ জন জেলেকে আটক করেছে তারা।

সেন্টমার্টিন এলাকার জেলেরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং মাছ ধরার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন বলে মত দিয়েছেন। নিরাপত্তা রক্ষায় প্রশাসন পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আটক জেলেদের মধ্যে মালিক এবং মাঝিদের নামের তালিকা নিম্নরূপ:
০১। আবু তাহের (মালিক), পিতা: হাজ্বী আব্দুস শুক্কর
০২। মোহাম্মদ রফিক, পিতা: আব্দুর রহিম
০৩। মনির উল্লাহ, 
০৪। শহিদুল ইসলাম, পিতা: মৌলভী মাহমুদুল হাসান
০৫। রহমত উল্লাহ, পিতা: আলী আজগর
০৬। আবুবকর ছিদ্দিক, 
০৭। আলমগীর (মালিক), পিতা: আমির হোসেন
০৮। জাহাঙ্গীর, পিতা: শুক্কর
০৯। সব্বির আহমেদ, 
১০। আবদুর রহিম, পিতা: আব্দুল্লাহ
১১। মোহাম্মদ আলম, 
১২। মোহাম্মদ তৈয়ব, 
১৩। আবসার উদ্দিন (মালিক), পিতা: নুর মোহাম্মদ
১৪। মোহাম্মদ তাহের, 
১৫। মোহাম্মদ মতলব, 
১৬। হাফেজ আহমেদ, 
১৭। মোহাম্মদ আমিন, পিতা: নুর হোসেন
১৮। সালাহ উদ্দীন, পিতা: হাফেজ উল্লাহ

ঘটনার পর আলমগীরের ট্রলার ও জেলেদের ছবি গ্লোবাল আরাকান নেটওয়ার্ককে সরবরাহ করেছে আরাকান আর্মি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ