ডাকসু উপলক্ষে ঘোষিত ছুটি কমছে!

ডাকসু উপলক্ষে ঘোষিত ছুটি কমছে!
ছবির ক্যাপশান, ডাকসু উপলক্ষে ঘোষিত ছুটি কমছে!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীরা এই ছুটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। তার প্রেক্ষিতে ছুটি কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডাকসু নির্বাচন উপলক্ষে ঘোষিত ৭ তারিখের ছুটি বাতিল হচ্ছে। ওইদিন ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ৮-১০ তারিখ পর্যন্ত যথারীতি বহাল থাকবে।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডাকসু নির্বাচনের একদিন আগে ৮ সেপ্টেম্বর এবং নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ