ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আনুষ্ঠানিক ইশতেহার আজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সোমবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। সংগঠনটির গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মু. সাজ্জাদ হোসাইন খাঁন প্রেরিত এক বার্তায় জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় ডাকসুর মধুর ক্যান্টিনের দক্ষিণ পাশে ডাকসু ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধি ও সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। তারা মনে করছেন, এ ঘোষণা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
ইতোমধ্যেই প্রার্থীরা প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এবং শিক্ষার্থীদের মাঝে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।
এদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহারে শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক বিভিন্ন দাবি-দাওয়া প্রতিফলিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডাকসু নির্বাচনের তৎপরতা ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রার্থীর কর্মসূচি ও ইশতেহারের প্রতি আগ্রহ প্রকাশ করছেন।
আজকের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করবে বলে জোটের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে ১৯ আগস্ট ‘‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’’ প্যানেলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া হয় এবং জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম-রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসীম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবিরের ঢাবি শাখার অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির।
ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাখাওয়াত জাকারিয়া।
এ ছাড়া আরও ১৩টি সদস্যপদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস ইবনে মনির।
২৮ প্রার্থী বিশিষ্ট এই জোটে একাধিক নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ইনকিলাব মঞ্চের সদস্য থাকলেও জোটের অধিকাংশ প্রার্থী সরাসরি শিবিরের রাজনীতির সাথে যুক্ত আছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।