ষাঁড়ের লড়াই দেখতে হাজারো দর্শকের ভিড়

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন—ষাঁড়ের লড়াই। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে জমে ওঠে প্রতিযোগিতাস্থল। দুপুর নাগাদ বিদ্যালয়ের মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক স্কুল ভবনের বারান্দা, বাড়ির ছাদ কিংবা গাছের ডাল থেকে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও সমান উৎসাহে লড়াই দেখতে ভিড় জমান।
প্রতিযোগিতায় আড়পাড়া, যাদবপুর, শোলপুর, মির্জাপুর ও পেড়লীসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ৩০টি ষাঁড় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে মির্জাপুর থেকে আসা দর্শনার্থী সুবুদ্ধি বিশ্বাস বলেন, তাদের গ্রাম থেকে নসিমনযোগে একসঙ্গে ১৫ জন এসেছেন এই লড়াই দেখতে। তিনি জানান, ষাঁড়ের লড়াই দেখার আনন্দ আলাদা। তবে প্রতিকূল আবহাওয়া না হলে আয়োজনটি আরও উপভোগ্য হতো।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ষাঁড়ের লড়াই শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি গ্রামীণ মানুষের সামাজিক ঐক্য ও আন্তঃসম্পর্কের প্রতীক। প্রাচীন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্মও বাংলার গ্রামীণ সংস্কৃতির এই অনন্য দিক প্রত্যক্ষ করতে পারে।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা ষাঁড়ের লড়াই গ্রামীণ সমাজে জনপ্রিয় একটি খেলা হিসেবে পরিচিত। সামাজিক সম্প্রীতি ও লোকজ বিনোদনের বাহক এই প্রতিযোগিতা প্রতি বছর আয়োজনের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।