সংঘর্ষের জেরে চবি এলাকায় ১৪৪ ধারা জারি

সংঘর্ষের জেরে চবি এলাকায় ১৪৪ ধারা জারি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও তার আশপাশের এলাকায় রোববার (৩১ আগস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের কারণে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২নং গেট বাজারের পূর্ব থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয়পাশে সব ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া, একই এলাকায় পাঁচ বা তার বেশি সংখ্যক ব্যক্তি একত্রে অবস্থান বা চলাফেরা করতে পারবে না।

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার রাত সাড়ে ১১টার দিকে, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান মারধর করলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থী বাসায় প্রবেশ করতে দেরি করায় গেট বন্ধ থাকলেও দরজা খোলার জন্য দারোয়ানের সঙ্গে শিক্ষার্থীর হাতাহাতি হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ২নং গেটের দিকে বের হয়ে আসে। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করলে স্থানীয়রাও লাঠিসোটা নিয়ে উত্তেজনা সৃষ্টিতে অংশগ্রহণ করেন।

সংঘর্ষে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ