হঠাৎ বদলে গেল আপনার ফোনের ডায়ালপ্যাড! কেন এমন পরিবর্তন?

হঠাৎ বদলে গেল আপনার ফোনের ডায়ালপ্যাড! কেন এমন পরিবর্তন?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

স্মার্টফোনে কল করা মানেই চোখের সামনে ভেসে ওঠে পরিচিত ডায়ালপ্যাড। কিন্তু সম্প্রতি গুগল ফোন অ্যাপে সেই অভ্যাসে এসেছে বড়সড় পরিবর্তন। হঠাৎ করেই বদলে গেছে ডায়ালপ্যাডের পরিচিত নকশা। শুধু রঙ বা বিন্যাসে নয়, পুরো অভিজ্ঞতার ধরণেই এসেছে এক নতুন মোড়।

আগে প্রিয় কন্টাক্ট (ফেভারিটস) আর সাম্প্রতিক কল (রিসেন্টস) আলাদা পাতায় থাকত। এখন সেগুলো একীভূত হয়ে এসেছে নতুন 'হোম পেজে'।
উপরে স্লাইডারের মতো ভেসে থাকবে গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরগুলো। আঙুলের হালকা স্পর্শেই সরে যাবেন এক কন্টাক্ট থেকে আরেকটিতে। এর নিচে কার্ড আকারে সাজানো কল তালিকা, যা দেখতে আকর্ষণীয়, খুঁজে পাওয়াও সহজ।

ডায়াল করার পদ্ধতিতেও এসেছে রদবদল। আর ভাসমান 'কল বাটন' নেই। এখন অ্যাপের মাঝখানেই থাকবে কীপ্যাড। নাম্বার লেখার প্যানেল গোলাকার, আধুনিক ও চোখে আরামদায়ক।

আগে কন্টাক্টের জন্য আলাদা ট্যাব ছিল। এখন সেটি সরিয়ে আনা হয়েছে সার্চ ফিল্ডের ড্রয়ার মেনুতে। এখান থেকেই পাওয়া যাবে সেটিংস, কল হিস্ট্রি মুছে ফেলার অপশন, সহায়তা, ফিডব্যাক ও কন্টাক্ট তালিকা। অর্থাৎ এক ক্লিকেই হাতের নাগালে সব জরুরি অপশন।

 

এবার কল এলে গ্রহণ বা বাতিল করার দুটি পদ্ধতি বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা-
 

১) আড়াআড়ি সোয়াইপ

২) এক ট্যাপেই কল গ্রহণ বা বাতিল
 

এর ফলে পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কেটে যাওয়ার ঝুঁকি কমবে।

কল স্ক্রিনেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। মিউট, স্পিকার, কেটে দেওয়ার মতো বাটনগুলো এখন ডিম্বাকার। নির্বাচন করলে বাটন রূপ নেয় গোলাকার আয়তক্ষেত্রে। বিশেষ করে কল কেটে দেওয়ার বাটনটি আরও বড় ও স্পষ্ট করা হয়েছে। তবে ডুয়াল সিম ব্যবহারকারীরা কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে কিছুটা অসুবিধায় পড়ছেন এ নিয়ে অভিযোগও উঠেছে।

গুগল ফোন অ্যাপের এই নতুন ডিজাইন আসলে বৃহত্তর পরিকল্পনার অংশ। গুগল কন্টাক্টস ও মেসেজেস অ্যাপেও চালু হয়েছে একই ধরনের মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন। ফলে পুরো ইকোসিস্টেমেই এখন থাকবে- রূপ ও অভিজ্ঞতা।
 

মিশ্র প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া মিশ্র। অনেকে নতুন কার্ড-ভিত্তিক কল হিস্ট্রি আর এক ট্যাপেই কল রিসিভের সুবিধাকে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বলছেন, কন্টাক্টসকে ট্যাব থেকে ড্রয়ারে নেওয়াটা তেমন সুবিধাজনক নয়। ডার্ক থিমকেও অনেকের কাছে অতিরিক্ত মনে হচ্ছে।

তবে গুগলের দাবি, এই পরিবর্তন শুধু নকশার নয়—বরং এটি ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও দ্রুত, সরল ও আরামদায়ক করার উদ্যোগ। নতুন সংস্করণটি দেখতে চাইলে প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়া যাচ্ছে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ