ডলারের বিপরীতে টাকার মান কমেছে সবচেয়ে বেশি

ডলারের বিপরীতে টাকার মান কমেছে সবচেয়ে বেশি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে এমন দেশগুলোর মুদ্রার তুলনায় ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান সবচেয়ে বেশি কমেছে। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৯.৮৪ শতাংশ। এই সময়ে কোনো কোনো দেশের মুদ্রার চেয়ে টাকার মান দ্বিগুণের বেশি থেকে ১২ গুণ পর্যন্ত কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসের শেষে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ছিল ১২২ টাকা। একই সময়ে ডলারের বিপরীতে মুদ্রার মান কমার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ান রুপিয়া (৪.৪%)। এরপর রয়েছে ভিয়েতনামের মুদ্রা ভিয়েতনামিজ ডং (৩.৪%), ভারতের রুপি (২.৬%), চীনের ইউয়ান (২.২%) এবং ফিলিপাইনের পেসো (১.৯%)।

প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের আগস্টে যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন ডলারের দাম ছিল ৮৪ টাকা ৯৫ পয়সা। ২০২৫ সালের মার্চে তা বেড়ে ১২২ টাকা হয়, অর্থাৎ চার বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৪৪.২০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেশি। এ কারণে টাকার মান বেশি কমছে। আবার, বাংলাদেশ রপ্তানি আয় ও রেমিট্যান্সের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এ দুটি খাতকে সুবিধা দিতে মুদ্রাকে সব সময় অবমূল্যায়িত রাখা হয়, যাতে প্রবাসী ও রপ্তানিকারকরা বাড়তি দাম পান।


এদিকে, আর্থিক সংকটে জর্জরিত হওয়া সত্ত্বেও এই সময়ে ডলারের বিপরীতে মুদ্রার মান সর্বনিম্ন কমেছে পাকিস্তানে, মাত্র ০.৮ শতাংশ। দুই বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়েও ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান রুপির মান ডলারের বিপরীতে কমেনি, বরং ১.৬ শতাংশ বেড়েছে। একই সময়ে কম্বোডিয়ান রিয়েলের মানও বেড়েছে ১ শতাংশ।

বাংলাদেশি টাকার মান স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এখন বাজারের ওপর হস্তক্ষেপ কমিয়েছে। ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বাড়ায় এর দাম কমছে এবং টাকার মান কিছুটা বাড়ছে।
আগে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বেশি দামে ডলার কিনে দাম ধরে রাখলেও, এখন ডলার কেনা কমিয়ে দিয়েছে। ফলে ডলারের দাম কিছুটা কমেছে’

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ