ভারত- বাংলাদেশ চুক্তি বাতিলের দাবিতে আগ্রাসন বিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলন

ভারত- বাংলাদেশ চুক্তি বাতিলের দাবিতে আগ্রাসন বিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

হাসিনা মুজিবরের আমলে করা ভারতের-বাংলাদেশের সকল চুক্তি বাতিল করার দাবি জানিয়ে আসছে আগ্রাসন বিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলন।

আজ বেলা ১২ টায় সময় আগ্রাসন বিরোধী আন্দোলন জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে হাসিনা মুজিবরের আমলে করা সকল ভারত- বাংলাদেশ চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক আমলা ও উপদেষ্টাদের মধ্যে ভারতপ্রীতি রয়েছে বলে করেছেন  সংগঠনটির সদস্য সচিব আলামিন আটিয়া। তিনি আরো বলেন এই আওয়ামী ভারতীয় দালালদের সরকারি কার্যক্রম থেকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। নয়তো দেশ ও জাতির হুমকি এড়ানো অসম্ভব হয়ে যাবে। আহবায়ক ওয়ালী উল্ল্যাহ জানান, ভারতীয় আগ্রাসন মোকাবেলা করার লক্ষ্যে আমরা প্রয়োজনে আবার জুলাই বিপ্লবের মতো লাগাতার কঠিন কর্মসূচি গ্রহণ করবো। 

কেন্দ্রীয় সদস্য শাকিল আহমেদ জানান আগামী ২/১ দিনের মধ্যে আমাদের দাবি নিয়ে সরকারের নিশ্চুপ থাকলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিবো।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আগ্রাসন বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আদ্রিনা মাহি,  শাকিল আহমেদ,  রয়েল খান ও ফয়সাল খান প্রান্ত সহ আরো অনেকেই।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ