ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিদিন অসংখ্য মানুষ যোগাযোগ করে। তবে অনেক সময় দেখা যায় হঠাৎ কারও পোস্ট চোখে পড়ছে না বা প্রোফাইল খুঁজেও পাওয়া যাচ্ছে না। তখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে তিনি কি আমাকে ব্লক করেছেন?

ফেসবুকে কেউ ব্লক করলে কোনো নোটিফিকেশন পাওয়া যায় না। তবে কিছু বিষয় খেয়াল করলেই ধারণা করা যায়।

যদি সার্চে প্রোফাইল পাওয়া না যায়, তাহলে হয়তো ব্লক করা হয়েছে। আগে যিনি বন্ধু ছিলেন তিনি হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে এটি ব্লক অথবা একাউন্ট বন্ধ হওয়ার লক্ষণ হতে পারে। কোনো পারস্পরিক বন্ধুর ফ্রেন্ডলিস্টে সেই প্রোফাইল খুঁজে না পাওয়া গেলেও ব্লক হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

ফেসবুক পোস্টে বা গ্রুপে ট্যাগ দেওয়ার সময় যদি নাম না আসে, সেটিও ব্লকের একটি চিহ্ন। মেসেঞ্জারে পুরোনো চ্যাট দেখা গেলেও নতুন করে মেসেজ পাঠানো না গেলে বোঝা যাবে ব্লক করা হয়েছে। আবার সরাসরি প্রোফাইল লিঙ্কে প্রবেশ করতে গেলে যদি দেখা যায় “এখন অ্যাক্সেস করা যাচ্ছে না” তাহলেও সেটি ব্লকের ইঙ্গিত দেয়। অন্য কোনো বন্ধু যদি প্রোফাইল দেখতে পারেন অথচ আপনি না পারেন, তাহলে নিশ্চিত হওয়া যায় যে আপনাকে ব্লক করা হয়েছে।

ব্লক হওয়া প্রোফাইল দেখার জন্য কিছু কৌশল রয়েছে। গুগলে নাম লিখে site:facebook.com দিয়ে সার্চ দিলে অনেক সময় প্রোফাইল খুঁজে পাওয়া যায়। বিশ্বাসযোগ্য বন্ধুর একাউন্ট দিয়ে দেখাও সম্ভব। তবে নতুন একাউন্ট খোলা ফেসবুকের নিয়মবিরোধী হতে পারে। আবার তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ব্যবহার করাও নিরাপদ নয়, কারণ এগুলো প্রতারণা বা নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করে।

তাই কেউ যদি সত্যিই ব্লক করে থাকেন, আগে সব দিক যাচাই করে নিশ্চিত হওয়া উচিত। আর নিশ্চিত হওয়ার পর সম্পর্ক নষ্ট না করতে বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেওয়াই শ্রেয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ