গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিলঃ আটক ৩

গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিলঃ আটক ৩
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দলীয় সকল কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ রাজধানীর গুলিস্তানে একটি আকস্মিক মিছিল করা কালে তাদের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।গতকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, আটককৃতরা প্রাথমিকভাবে সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়। তিনি বলেন, "তারা প্রথমে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করতে সক্ষম হয়।"

পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল জানিয়ে তিনি বলেন, "সাধারণ মানুষের বেশে হঠাৎ করে মিছিলটি শুরু হওয়ায় প্রথমে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।"

মিজানুর রহমান আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি মূল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ