খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

খুলনার ডুমুরিয়াতে একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট জানায়, ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। সকাল ৮টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছায়। পরে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি সাত–আটজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর দিকে যাচ্ছিলো, ঝিলেরডাঙায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর কিছু সময় খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরে পরিস্থিতি স্বাভাবিক করে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ