জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বরখাস্তকৃত শিক্ষক ও নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার সাবেক সভাপতি মাহমুদুর রহমান ওরফে জনিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত তিন টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আজ দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। তিনি আমাদেরকে আরো জানান, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় করা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পারি যে, মাহমুদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের    জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার                                           সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বরখাস্ত করা হয়। তিনি ছাত্রজীবনে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ