‘ঢাবি শিক্ষার্থীদের সেবায় আজীবন লড়াই চালিয়ে যাব’ – ডাকসু প্রার্থী নাইমুর রহমান

‘ঢাবি শিক্ষার্থীদের সেবায় আজীবন লড়াই চালিয়ে যাব’ – ডাকসু  প্রার্থী  নাইমুর রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই যেকোনো যৌক্তিক দাবিতে সোচ্চার ছিলেন তিনি। সেই আন্দোলনের অংশ নিতে গিয়ে একাধিকবার রক্ত ঝরাতে হয়েছে। ২০২৪ সালের ২৫ জুলাই তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর অনুসারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে নির্মম নির্যাতনের শিকার হলেও অলৌকিকভাবে প্রাণে ফিরে আসেন।

শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের মাঠেই বেড়ে ওঠা এই ছাত্রনেতা মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনন্য ঠিকানা। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই প্রতিটি যৌক্তিক দাবির পাশে থেকে ক্যাম্পাসকে নিয়ে বড় স্বপ্ন দেখেছেন তিনি।

সেই স্বপ্ন পূরণের পথে এবার হয়তো সুযোগ আসছে শিক্ষার্থীদের সেবায় সরাসরি যুক্ত হওয়ার। শিক্ষার্থীদের সহায়তা ও সৃষ্টিকর্তার কৃপায় সেই মহৎ কাজে অংশ নেওয়াই হবে জীবনের সবচেয়ে বড় অর্জন বলে জানান তিনি।

তার ইশতেহারে স্থান পেয়েছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, স্বপ্ন ও প্রত্যাশা-

* এক টেবিল এক সীট বাস্তবায়ন

* প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার আগে সীট নিশ্চিতকরণ

* ক্যাম্পাস বহিরাগত মুক্তকরণ

* হলের ক্যান্টিন ও ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন

* রাজনৈতিক উদ্দেশ্যে কোনো শিক্ষার্থীকে অপদস্ত করার চেষ্টা প্রতিহতকরণ

* ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার নিশ্চিতকরণ

* দূরপাল্লার বাসে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা এবং কুমিল্লা ও ফরিদপুর পর্যন্ত রুট সম্প্রসারণ

* ক্যাম্পাসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উচ্ছেদ (পরমাণু ভবন, কর্মচারী হাসপাতাল, বাংলা একাডেমি)

* আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য অ্যালামনাই নেটওয়ার্ক থেকে চাকরি বা টিউশনের ব্যবস্থা

* ক্যাম্পাসে যান চলাচল সীমিত করা

* গত ১৭ বছরে ‘শিবির’ ট্যাগ দিয়ে নির্যাতিত শিক্ষার্থীদের বিচার নিশ্চিতে প্রশাসনকে চাপ দেওয়া


তিনি জোর দিয়ে বলেন, “শিক্ষার্থীদের স্বপ্নই আমার ইশতেহার। সুযোগ এলে সারাজীবন এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাব।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ