মুন্সি ফাউন্ডেশন, রোটারি ও বি পজেটিভের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালিতে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

মুন্সি ফাউন্ডেশন, রোটারি ও বি পজেটিভের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালিতে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোন্দাহ নন্দলালপুর উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার (২২ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো “সবুজ ভবিষ্যৎ: বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মশালা”। অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট, সহযোগিতায় ছিল মুন্সি ফাউন্ডেশন ও বি পজেটিভ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মুন্সি ফাউন্ডেশনের সহ-সভাপতি মুন্সি আবু জাফর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নান্টু, এবং বি পজেটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট-এর যুগ্ম সম্পাদক মুহাম্মাদ আলতামিশ নাবিল। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালায় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন করা হয় এবং গ্লোবাল ওয়ার্মিং, কার্বন-ডাই-অক্সাইড শোষণে গাছের ভূমিকা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে প্রায় ১০০টির অধিক গাছ রোপণ ও বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গড়ে উঠবে এবং গ্রামীণ পর্যায়ে সবুজ আন্দোলন ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিলো স্টার্টাপ কুষ্টিয়া।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ