ডাকসু নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা

ডাকসু নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা নিয়ন্ত্রণে কঠোর বিধি-নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এসব বিধি ভঙ্গ করলে জরিমানা থেকে শুরু করে প্রার্থিতা বাতিল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা কোনো ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। একইসঙ্গে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে উপঢৌকন দেওয়া, খাবার-দাবার আপ্যায়ন, আর্থিক সহযোগিতা প্রদান কিংবা এ ধরনের অনুরূপ কার্যক্রম পরিচালনাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

চিফ রিটার্নিং অফিসার আরও জানান, এই ধরনের কার্যকলাপ সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, যদি কোনো প্রার্থী বা তাদের পক্ষে কেউ এ বিধি ভঙ্গ করেন, তবে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তিও ভোগ করতে হতে পারে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ