অভিযুক্ত চেয়ারম্যানের হাত থেকে ক্রেস্ট নিলেন ইউএনও আফরোজা হাবিব

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ও মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেনের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার ক্রেস্ট গ্রহণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ৭ আগস্ট বিকেলে মুন্সিবাজার ইউনিয়ন পরিদর্শনে গিয়ে ইউএনও আফরোজা হাবিব শাপলা এই ক্রেস্ট গ্রহণ করেন। ছবি থেকে স্পষ্ট হয়, পলাতক অবস্থায় থাকা রাহেল হোসেন আনুষ্ঠানিকভাবে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন এবং তাকে ক্রেস্ট প্রদান করেন। যদিও তিনি পুলিশি অভিযানে পলাতক আছেন এবং তার বিরুদ্ধে ডিবি পুলিশের ওপর হামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ একাধিক মামলা দায়ের রয়েছে।
ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, তিনি ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় চেয়ারম্যানের আসার কথা জানতেন না। পরিদর্শন শেষে রাহেল হোসেন ও ইউনিয়নের অন্যান্য সদস্যরা হঠাৎ করে এসে ক্রেস্ট প্রদান করেন। ইউএনও জানান, চেয়ারম্যান পলাতক হওয়ার বিষয়টি তিনি জানতেন, তবে তাকে বরখাস্ত করা হয়নি এবং গ্রেপ্তার করা পুলিশি কর্তব্য।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন খান বলেন, “আমরা রাহেল হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। যেখানে পাবো, তাকে গ্রেপ্তার করবো।” একই সাথে মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, তারা রাহেল হোসেনকে খুঁজছেন, কিন্তু তিনি বারবার আত্মগোপন করছেন।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে, কীভাবে পলাতক আসামিকে এভাবে সম্মাননা প্রদান করা হলো। প্রশাসনের এই অনভিপ্রেত আচরণ নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান শুরু হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।